
কলকাতা প্রতিনিধি:
শুক্রবার ওপার বাংলার উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। চারটি জেলায় রয়েছে লাল সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে। এই দুর্যোগের নেপথ্যে রয়েছে ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্টাংশ।
ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। তবে তার প্রভাব এখনও পড়ছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে। শুক্রবার উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। চারটি জেলায় রয়েছে লাল সতর্কতা। দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে। তবে আগের চেয়ে তার পরিমাণ কম।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শুক্রবার প্রবল বৃষ্টি (২০ সেন্টিমিটারেরও বেশি) হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এ ছাড়া, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঝোড়ো হাওয়ার সঙ্গে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও ভারী বৃষ্টি চলবে। তবে এই জেলাগুলিতে তুলনামূলক কম থাকবে দুর্যোগের দাপট। জারি রয়েছে হলুদ সতর্কতা।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :