গাজীপুর BRTA’র AD মাহফুজুর রহমান 


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ৯:৩৪ AM /
গাজীপুর BRTA’র AD মাহফুজুর রহমান 

( প্রথম পর্ব )

ভূক্তভোগীদের কাছে তিনি খলনায়ক হলেও হাজারো দালালের চোখে সুপার হিরো  !!!!! 

সজীব আকবর, সিনিয়র প্রতিবেদক: 

সারাবছর আলোচনা সমালোচনার শীর্ষতম স্থান দখল করে বারবার সংবাদ শিরোনাম হয়ে আসছে ঘুষ দুর্নীতির অভয়ারণ্য গাজীপুর BRTA অফিস। কিছুদিন আগে এই অফিসের সহকারী পরিচালক ( ইঞ্জিনিয়ারিং), মোটরযান পরিদর্শক, সহকারী মোটরযান পরিদর্শকসহ   অধিকাংশ স্টাফদের বিরুদ্ধে জাতীয় দৈনিক “” আজকের পেপার”” সহ একাধিক সংবাদমাধ্যমে দফায় দফায় সংবাদ পরিবেশন হতে থাকে। এই কারণে বিতর্ক এড়াতে উর্ধতন কর্তৃপক্ষ সংবাদ শিরোনাম হওয়া কর্মকর্তা কর্মচারীদের অন্যত্র বদলি করে দেয়। 

আর গাজীপুর BRTA’র সেই শূন্যস্থান পূরণ করতে ঝালকাঠি- পিরোজপুর থেকে তুলে আনা হয় সহকারী পরিচালক( ইঞ্জি:) এস.এম মাহফুজুর রহমানকে। ১৬ই জুলাই ২০২৫, স্মারক নং-৩৫.০৩.০০০০.০০১.১৯.১৩২.২৩-১৪৭৭ অফিস আদেশে এস.এম মাফফুজুর রহমান ( পরিচিতি নং-২০১৭১০২১৩৪) এসে অধিষ্ঠিত হন দেশের অন্যতম শীর্ষস্থানীয় ঘুষ দুর্নীতির আঁতুড়ঘর হিসেবে খ্যাত গাজীপুর বিআরটিএ অফিসে।

এর ঠিক ১০দিন পর ৩রা আগষ্ট ২০২৫ মোটরযান পরিদর্শক হিসেবে যোগ দেন নাসিরুল আরিফিন।

 

এদিকে মাহফুজুর রহমানের বিষয়ে অনুসন্ধানে জানা যায়, গাজীপুরের ন্যায় ঝালকাঠি ও পিরোজপুরেও তিনি নিজস্ব ক্ষমতার বলয় সৃষ্টি করে গড়ে তুলেন শতাধিক দালালের সমন্বয়ে শক্তিশালী এক সিন্ডিকেট। 

ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস, রোড পারমিট, মালিকানা বদল, ডোপ টেস্ট, ফিঙ্গার, লার্নার আর চোরাইগাড়ীর মালিকানা প্রস্তুত, এ্যাম্বুলেন্সকে মাইক্রোবাসে রূপান্তরিতসহ ঘাটে ঘাটে তাঁর নামের উপরে সংঘবদ্ধ দালাল সিন্ডিকেট সরকারী খরচের চাইতেও তিনগুণ চারগুণ করে টাকা কালেকশন করে নরকে পরিণত করেন BRTA’র উল্লিখিত দপ্তর। এভাবে  প্রতিমাসে আদায় হয় কোটি কোটি কোটি টাকা। যার সিংহভাগই অফিস শেষে রাতে বাসায় ফেরার আগ-মুহুর্তে মাহফুজুর রহমান তুলে  নিতেন নিজের ঝুলিতে।।

ঝালকাঠি ভায়া পিরোজপুর থেকে গাজীপুর সবখানেই এসএম মাহফুজুর রহমান ও তার সৃষ্ট শক্তিশালী দালাল সিন্ডিকেটের বিষয়ে ভূক্তভোগীরা ধিক্কার জানালেও শত-শত চিহ্নিত দালালের চোখে মাহফুজুর রহমান একজন ” সুপার হিরো “”!! কেনো এই বিশেষণ??  কী এমন গুণ আছে AD মাহফুজুর সাহেবের মধ্যে??  এমন প্রশ্নে সালাম, সোহেল, ইনা, সিহাব, আকাশ, রাব্বিসহ শতাধিক দালাল বললেন, মাহফুজ স্যারের মতো অফিসার শতবছরে একজনই জন্মায়। তিনি যেমন খেতে জানে, তেমনি খাওয়াতেও জানে। আর গাড়ি ও লাইসেন্সের যতো জটিলতায় থাকুক না কেনো, স্যারের অসাধ্য কিচ্ছু নেই। মাহফুজ স্যার পারবেনা এমন কোনো সমস্যা আজো বাংলাদেশের BRTA’ তে পয়দা হয়নি বলে আত্মবিশ্বাসের সাথে গর্বিত ঢঙে যোগ করলেন আরেক দালাল। এদিকে আমাদের সংবাদমাধ্যমের চিরাচরিত নিয়মে AD মাহফুজুর রহমানের সেসব  “”” সাফল্য নামের কদাকার কূৎসিত সংলাপ”” রেকর্ড হতে থাকে আজকের পেপারের নিজস্ব রেকর্ডারে।। 

AD( Eng.) এস.এম মাহফুজুর রহমান ঘুষ দুর্নীতির লীলাভূমি খ্যাত গাজীপুরে পা দিয়েই বুঝে যান, তাঁর চাকরী জীবনের এটাই স্বর্ণালী অধ্যায়!! খোদ রাজধানী বাদে দেশের ৬৩ জেলার মধ্যে দুর্নীতিতে  নামডাকওয়ালা কালোটাকার ফোয়ারা ছোটানো BRTA’র সেসব অফিস ষান্মাসিক বা বাৎসরিক দুইনাম্বারী পথে যে কালোটাকা কালেকশন করে, গাজীপুরে তা এক দেড়মাস বা দু মাসেই সম্ভব।। আর তাই গাজীপুর BRTA’তে তিনি বিন্দু পরিমাণ ভুলের প্রমাণ রাখতে ইচ্ছুক নন মাহফুজুর রহমান।।  

তাই

AD( Eng.) এস.এম মাহফুজুর রহমান ঘুষ দুর্নীতির লীলাভূমি খ্যাত গাজীপুরে পা দিয়েই বুঝে যান, তাঁর চাকরী জীবনের এটাই স্বর্ণালী অধ্যায়!!

আর তাই মোটরযান পরিদর্শক নাসিরুল আরিফিন, অফিসের সকল স্টাফ, দালালদের লিডার বা মূল হোতাদের নিয়ে রাতের বেলা দফায় দফায় বসে “” ধরি মাছ, না ছুঁই পানি “” কলাকৌশল শিক্ষা দিতে থাকেন। একইসাথে ঘুষ দুর্নীতি নির্বিঘ্ন করতে স্থানীয় কতিপয় রাজনৈতিক নেতা-ক্যাডার, প্রভাবশালী ব্যক্তি, প্রশাসনিক ব্যক্তি ও সংবাদমাধ্যম নিয়ন্ত্রণকারী কতিপয় সাংবাদিক নেতা, স্থানীয় পত্রিকা মালিক, প্রেসক্লাব- রিপোর্টার্স ইউনিটি-রিপোটার্স ক্লাব, সাংবাদিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকের নাম খাতায় তালিকাভূক্ত করে সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক হিসেবে কাকে কতো টাকা হাতে-হাতে  বা বিকাশে পাঠাতে হবে তার একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করেন। আর যাঁদের সামনে কোনোভাবেই টাকা বের করা সম্ভব নয়, তাদেরকে ত্রৈমাসিক, ষান্মাষিক, বাৎসরিক ও উৎসবে পার্বনে কি ধরণের উপঢৌকন পাঠানো যায় তাও লিপিবদ্ধ করে দায়িত্ব বুঝিয়ে দেন। 

এসব মিটিংয়ে গাজীপুর BRTA থেকে আদায়কৃত অর্থ AD, মোটরযান পরিদর্শক, অফিসের অন্যান্য স্টাফ ও হেড অফিসের কথিত বড় বাবু____ কে কতো পার্সেন্ট ভাগে পাবেন তাও তালিকাভূক্ত করা হয়।

( চলবে)।।

( এরপর আগামীকাল দ্বিতীয় পর্বে আরো বিস্তারিত পড়ুন জাতীয় দৈনিক এই আমার দেশ, আজকের পেপার, Crime News এর প্রিন্ট ও  অনলাইন ভার্সনে:)।।

You cannot copy content of this page