
নাজমুল হক সেলিম, নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ২৩৭ প্রার্থীর তালিকায় ৪৬ নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপপাহার) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জনতার এমপি নামে পরিচিত
নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও জনভিত্তি বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি এবার তাঁকে প্রার্থী করেছে। স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘ সক্রিয়তা ও কর্মীদের সাথে নিবিড় সম্পর্কই তাঁকে এগিয়ে রেখেছে।
নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার বলেন, নিয়ামতপুর, পোরশা ও সাপাহারের মানুষ মোস্তাফিজুর রহমানকে ভালোবাসে। তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ অবধী মাঠে আছেন, বিগত ফাসিস্ট সরকারের আমলেও নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলেন। এবার সময় এসেছে ঐক্যবদ্ধভাবে কাজ করার, এই আসনে বিএনপির বিজয় ছিনিয়ে আনার। মনোনয়ন ঘোষণার পর নিয়ামতপুর পোরশা সাপাহারের বিএনপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও সমর্থনের বার্তায় ভরে উঠেছে ফেসবুকের দেয়াল।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানের সাথে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলমের।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :