
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন (৮০) চুয়াডাঙ্গা-২ এ জাতীয় সমাজতান্ত্রিক দল (JSD) জাসদের প্রার্থী হয়েছেন অধ্যাপক শেখ সেলিম । সাহিত্য সংস্কৃতি সাংবাদিকতা, শিক্ষা, পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক অঙ্গনে বহুল পরিচিত ব্যক্তিত্ব শেখ সেলিম ১৯৭৭ সাল হতে অদ্যবধি সাংবাদিকতায় আছেন অত্যন্ত সাহসীকতার সাথে। চুয়াডাঙ্গায় আধুনিক ও পাঠক প্রিয় সাপ্তাহিক “” চুয়াডাঙ্গা দর্পণ”” ছিল এ অঞ্চলের বলিষ্ঠ মুখপত্র। তার সম্পাদনায় পত্রিকার নবীন সাংবাদিকদের সামনে খুলে দিয়েছে এক অবারিত দ্বার। সাপ্তাহিক “চুয়াডাঙ্গা দর্পণ” তথা শেখ সেলিমের হাত ধরে সাংবাদিকতায় প্রবেশ করেন অনেক মেধাবী ও তরুণ- সাংবাদিক। যাঁরা আজ স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত, পেয়েছেন তারকাখ্যাতি। চুয়াডাঙ্গায় সাংবাদিকতাকে অত্যন্ত মর্যাদার আসনে অধিষ্ঠিত করার পাশাপাশি কালক্রমে তাঁর সম্পাদিত সাপ্তাহিক “” চুয়াডাঙ্গা বার্তা “” দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গড়ে তুলে শক্তিশালী বলয়। পরবর্তীতে পাঠক নন্দিত এ পত্রিকা দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করে। এতদাঞ্চলে দৈনিক “চুয়াডাঙ্গা বার্তা” এর কিছুদিন পর জেলায় প্রথম ডিএফপি তালিকাভূক্ত হয়ে আসীন হয় এক অনন্য উচ্চতায়।
বোদ্ধা কলাম লেখক হিসেবেও সুপরিচিত অসামান্য চৌকষ গুণাবলির অধিকারী সাংবাদিক নেতা শেখ সেলিম ১৯৮৪ সাল থেকে সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতা শুরু করেন। তাঁর হাত ধরেই গড়ে উঠে ঐতিহ্যবাহী “” প্রদীপন বিদ্যাপীঠ “”। সে সময় অসামান্য খ্যাতির দ্যূতিতে উদ্ভাসিত শিক্ষক শেখ সেলিম পরবর্তীতে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপনা করেছেন প্রায় ৩৪ বছর। পাশাপাশি তার হাতে গড়ে উঠেছে শ্রমজীবী হতদরিদ্র শিক্ষার্থীদের জন্য “” শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় “”। যা সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য একটি মহতী উদ্যোগ । এছাড়া তাঁর শ্রমে ও মেধা বুদ্ধিতে প্রতিষ্ঠিত হয়েছে “” আলী নূর কিন্ডার গার্ডেন “”, “” সানফ্লাওয়ার কিন্ডারগার্ডেন”” , “” শুভ তাঁরা চাইল্ড হোমস “” এবং “” চুয়াডাঙ্গা ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ “”। তিনি কিছুকাল দারুল এহসান ইউনিভার্সিটি চুয়াডাঙ্গা ক্যাম্পাসে বিএড ও এমএড শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের শিক্ষক ছিলেন । অল্প সময়ে “” তেঁতুল শেখ কলেজ “”, “” ডা. আফসার উদ্দিন কলেজে “”ও অতিথি শিক্ষকতা করেছেন । ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তিনি চুয়াডাঙ্গা জেলার “কো-অর্ডিনেটর” হিসেবে সমগ্র জেলাব্যাপী মাধ্যমিক স্কুল ও কলেজ সমূহের ঝড়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে এনে তাদের কে নতুন জীবনের সন্ধান দিয়েছেন । সে কার্যক্রম আজও চলমান ।
এই পেশাজীবী নেতার সাংস্কৃতিক ও সমাজ সেবামূলক কর্মকাণ্ড বহুল আলোচিত ও জননন্দিত । তিনি একাধারে প্রায় ২৩ বছর জেলা রোভার স্কাউটের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন । চুয়াডাঙ্গা প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দায়িত্বে ছিলেন বহু মেয়াদে ।
“”চেনা মুখ সাংস্কৃতিক জোট”” , “” মোহাম্মদ শাহজাহান স্মৃতি সংসদ “” , “” কলতান কচিকাঁচার মেলা “” , “” কচি কণ্ঠের আসর “”, “” অক্ষর “” , “” চুয়াডাঙ্গা লেখক সংঘ “”, “” আবুল হোসেন স্মৃতি সাধারণ গণ গ্রন্থাগার “”, “” বাংলাদেশ দোকান মালিক সমিতি “” সহ অসংখ্য সাংস্কৃতিক ও সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানে কাজ করেছেন একজন নিবেদিত প্রাণ দক্ষ কর্মী হিসেবে ।
বিশেষত সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে যেকোনো সমস্যা জুলুম অত্যাচারের বিরুদ্ধে তিনি আজীবন আপোষহীন নেতৃত্বের গুণাবলিতে অধিষ্ঠিত। ন্যায্যতার ভিত্তিতে নৈতিক সমাজ ও রাষ্ট্রীয় কাঠামো গড়তে তিনি হয়ে আছেন আজ এবং আগামীর কিংবদন্তী সিংহ পুরুষ ।
স্বভাবজাত অন্যায়ের প্রতিবাদকারী এই পেশাজীবী নেতার পারিবারিক জীবন আরো উজ্জ্বল । তাঁর সহধর্মিনী শামীমা খাতুন একজন নিবেদিত সদালপী কণ্ঠশিল্পী এবং স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব । পাশাপাশি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক । তাদের দুই কন্যা । জৈষ্ঠ কন্যা ডঃ শমসাদ ফারজানা সানন্দা স্বপরিবারে আমেরিকার ক্যালোফোর্নিয়ায় প্রবাস জীবন যাপন করছেন । কনিষ্ঠ কন্যা আইটি প্রকৌশলী তাসনিম আলম আফসিন স্বামীসহ কানাডায় আছেন প্রবাস জীবনে ।
সংগ্রামী চেতনা সম্পন্ন আপসহীন এই সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী নেতা অধ্যাপক শেখ সেলিম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ২ আসনের নির্বাচনে দলমত নির্বিশেষে সকল ভোটারের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেছেন ।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চুয়াডাঙ্গা-২ আসনে নির্বাচিত হলে এলাকার জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে দত্তনগরে কৃষি ফার্মে কৃষি বিশ্ববিদ্যালয়, জীবননগর চ্যাং খালি সীমান্ত এলাকায় পুরনো কাঠামো আধুনিককরণ এবং পরিপূর্ণ স্থলবন্দর, পর্যটনকেন্দ্র, আন্তর্জাতিকভাবে স্বীকৃত দর্শনা স্থলবন্দর, দর্শনা রেলওয়ে বন্দর, কেরু & কোং: কে আধুনিকীকরণের মাধ্যমে চুয়াডাঙ্গার একমাত্র শিল্প প্রতিষ্ঠানের যুগোপযোগী উন্নয়ন, এলাকার শিক্ষা সংস্কৃতি যোগাযোগ ও কৃষিকে শিল্পে রূপান্তরে নিবেদিত সমাজকর্মী হিসেবে সাধারণ জনগণের পাশে থাকবেন ।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :