যুদ্ধ হলো


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ১:৪১ PM /
যুদ্ধ হলো

চিত্তরঞ্জন সাহা চিতু

একাত্তরের সাল,
সারা দেশে জ্বললো আগুন
রক্তে লালে লাল।

গভীর রাতে চালায় গুলি,
খুন হয়ে যায় দেশের মানুষ
সেই ব্যথা কি আমরা ভুলি।

প্রতিবাদে উঠলো মানুষ জেগে,

কাঁপলো আকাশ কাঁপলো বাতাস

সূর্য ওঠে রেগে।

প্রতিশোধের আগুন জ্বলে,
এই বাঙালি নয়তো ভিতু
নামলো মাঠে দলে দলে।

যুদ্ধ চলে বেজায় রকম যুদ্ধ,
মরতে থাকে শত্রুগুলোর
নাতি পুতি শুদ্ধ।

ন’মাসেতে যুদ্ধ হলো শেষ,
আমরা পেলাম লাল সবুজের
সোনার বাংলাদেশ।

বরেণ্য লেখক চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা।।

লেখক

চিত্ত রঞ্জন সাহা চিতু

সাংবাদিক, লেখক,

কলামিস্ট, কবি, সাহিত্যিক

ছড়াকার।

বড় বাজার, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
মোবাইল ০১৮১৮-৩৪৩৯৩৬

You cannot copy content of this page