সাম্প্রতিক সময়ে তুচ্ছ ঘটানায় যতো মুসলিম খুন


আজকের পেপার প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৬, ৩:২৪ PM /
সাম্প্রতিক সময়ে তুচ্ছ ঘটানায় যতো মুসলিম খুন

সজীব আকবর, সিনিয়র প্রতিবেদক, ঢাকা:

শরীয়তপুরের ডামুড্যায় ব্যবসায়ী খোকন দাসের মৃত্যুর ঘটনায়, ভারতীয় কট্টোর হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠন বিজিবির দালাল মিডিয়ার আক্রমনাত্মক নিউজের কারণে বিসিবির নির্দেশে KKR ( কোলকাতা নাইট রাইডার্স) সড়িয়ে দিয়েছে বিশ্বসেরা কার্টার মাস্টার মোস্তফিজুর রহমানকে। ভারতের উগ্রবাদী অনেকগুলো টিভি চ্যানেল মলম বিক্রেতা ময়ূখ রঞ্জনের আদলে অপসংবাদ প্রকাশ করে ভারতকে আরো বেশি ছিটকে দিলো বাংলাদশ থেকে। বাংলাদেশে জুলাই আন্দোলন( বর্ষা বিপ্লব) ৫ই জুলাই ২০২৪ শেখ হাসিনা দিল্লি পালিয়ে গেলে তাকে সাদরে জায়গা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই থেকে বাংলাদেশের সাথে ভারতের দূরত্ব বাড়তে থাকে। বিশেষ করে চেন্নাই, ভেলর এবং খোদ কোলকাতার ব্যবসায়ীরা চোখে সরিষার ফুল দেখতে থাকেন। বিশেষ করে কোলকাতার বড়বাজার, নিউমার্কেট, মল্লিক স্ট্রিট, কলেজ স্ট্রিট, চাঁদনী চক সুপার মার্কেট, শিয়ালদহসহ গোটা কোলকাতার অধিকাংশ মার্কেট, হসপিটাল, শপিংমল ও স্ট্রিট ফুডের দোকানগুলোতে লালবাতী জ্বলছে। আর ড. মেহাম্মদ ইউনুস সরকার আসার পর থেকে ভারতের কাছ থেকে উল্লেখযোগ্য পেঁয়াজ, মরিচ,চাল, ডাল, জিরা, রসুন , আদা কিনতে অপারগতা প্রকাশ করাই ভারতী পেঁয়াজ চাষী ও সিন্ডিকেটের মাথায় আকাশ ভেঙে পড়ে। বর্তমানে ২ টাকা কেজি পেঁয়াজ কেনার মতো খরিদ্দার খুঁজে পাচ্ছেনা মহারাষ্ট্রের সফল ( বাংলাদেশ নির্ভর) পেঁয়াজ চাষীরা— যা অত্যন্ত বেদনাদায়ক !! আর তাই যখন বেগম খালেদা জিয়ার শেষকৃত্যর অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রী( পররাষ্ট্রমন্ত্রী)  জয় সওয়াল ঢাকায় উড়ে আসলেন এবং বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের হাতে বহু দাবিদাওয়া সম্বলিত নরেন্দ্রমোদির একটি চিঠি তুলে দিলেন। তখন আমরা ভেবেছিলাম দুদেশের সম্পর্ক হয়তোবা কিছুটা উষ্ণতা পাবে। তবে খোকন দাসের মৃত্যু ও ক্রিকেটার মোস্তাফিজুর রহমান কে অনৈতিকভাবে সড়িয়ে দেওয়ার কারণে ফের ফিকে হলো ভারতের অর্থনৈতিক ভাগ্য।।

এদিকে ভারতের একজন নেটিজেন লিখেছেন

“আমি এটা বলছি না যে বাংলাদেশে যেটা হচ্ছে ঠিক। বাংলাদেশের খেলোয়াড় কে বয়কট করে ভারত অনেক ভালো কাজ করেছে। কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী যে ভারতে উপস্থিত তাকেও বয়কট করা উচিত। যে আশ্রয় দিয়েছে তার কি অবস্থা হওয়া উচিত। বাংলাদেশী সংখ্যালঘু খুনে এত উত্তাল আমাদের ভারত। আর আমাদের নিজের দেশে সংখ্যালঘু খুনের মুখে কুলুপ কেন এটি থাকে “??? 

ভারতে সংখ্যালঘু মুসলিম হত্যা

১) ৭ ই এপ্রিল, ২০১৭, মহম্মদ সাকিল, ঝাড়খণ্ডের সোসো গ্রাম।

২) ১৭ ই এপ্রিল, ২০১৭,আজহার শেখ, বীরভূম, পশ্চিমবঙ্গ।

৩) ৩০ শে এপ্রিল, ২০১৭,রিয়াজ উদ্দিন, নওগাঁও , আসাম।

৪)৩০শে এপ্রিল ,২০১৭ আবু হানিফা, নওগাঁও, আসাম৷
৪) ২ রা মে, ২০১৭,গুলাম মহম্মদ, উত্তরপ্রদেশ।
৫) ১৮ ই মে, ২০১৭,সেখ সাজ্জাদ,পূর্ব সিংভুম, ঝাড়খণ্ড।
৬)১৮ই মে,২০১৭, সেখ হালিম, পূর্ব সিংভুম, ঝাড়খণ্ড।
৭)১৮ই মে, ২০১৭,সেখ সীরাজ, পূর্ব সিংভুম, ঝাড়খণ্ড।
৮)১৮ই মে,২০১৭ নাইম সেখ, পূর্ব সিংভুম, ঝাড়খণ্ড।
৯) ১৬ ই জানুয়ারি, ২০১৮,সাকির আলী, শাস্ত্রীনগর, রাজস্থান।
১০) ১৭ই ফেব্রুয়ারি, ২০১৮,আকবর তাম্বলি, শ্রীরামপুর, মহারাষ্ট্র।
১১)২৮ শে মার্চ, ২০১৮,শীবগাতুল্লাহ রাশিদি, আসানসোল, পশ্চিমবঙ্গ।
১২)১৯ শে জুন, ২০১৮,তৌহিদ আনসারি, রামগড়, ঝাড়খণ্ড।
১৩) ২ রা জানুয়ারি, ২০১৯,কাবুল মিয়া, আরারিয়া, বিহার
১৪) ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯,মহম্মদ নিশার, পোখারিয়া, বিহার।
১৫) ১৫ ই মে, ২০১৯,নাইম আহমেদ শাহ, ভাদেরওয়া, জম্মু।
১৬) ১৫ ই মে, ২০১৯,ইয়াকির হুসাইন,ভাদেরওয়া, জম্মু।
১৭) ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০,আকবরি হুসাইন, দিল্লি।
১৮) ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০,হামজা, দিল্লি
১৯) ২৬ শে ফেব্রুয়ারি, আমিন আলি,দিল্লি
২০) ২৬ শে ফেব্রুয়ারি,বুকরে আলী, দিল্লি।
২১) ১৮ ই জুন ২০২০,ইসরার সাহারানপুর, উত্তরপ্রদেশ।
২২)২৯শে সেপ্টেম্বর,২০১৫,মহাম্মদ আখলাখ, দাদরী,
২৩)১ এপ্রিল, ২০১৭, পেহেলু খান, রাজস্থান৷
২৪)১৭ই জুন,২০১৯,তাবরেজ আনসারি, ঝাড়খন্ড৷
২৫)৬ই ডিসেম্বর,২০১৭, আফরাজুল, রাজস্থান৷
২৬)ফেব্রুয়ারী,২০২৩,নাসির খান, রাজস্থান৷
২৭)ফেব্রুয়ারী,২০২৩, জুনাইদ খান, রাজস্থান৷
২৮)২৭আগস্ট, ২০২৪, সাবির আলি, হরিয়ানা৷
২৯)২০ জুলাই,২০২১,আকবর আলি, আলওয়ার, রাজস্থান
৩০)ফেব্রুয়ারী ২০১৮, ফয়জল খান
৩১)ডিসেম্বর,২০১৭, তালিম খান, রাজস্থান৷
৩২)২৯ জুন,২০১৭, আলিম উদ্দিন, রামগড়, ঝাড়খন্ড
৩৩)২ ডিসেম্বর,২০১৭, জান্নাত আরা, তামিল নাড়ু
৩৪)এপ্রিল,২০২৩, মোহাঃ আসাদা, উত্তর প্রদেশ
৩৫)এপ্রিল,২০২৩,গুলাম আহমেদ, উত্তর প্রদেশ৷রেশি ও নিহালঁ
৩৬)এপ্রিল,২০২৫,গুলফাম, উত্তর প্রদেশ
৩৭)এপ্রিল,২০২৫,শাহিদ, উত্তর প্রদেশ৷
৩৮)জানুয়ারী,২০১৮,আসিফা বানু, কাঠুয়া৷লঘর, মহারাস্ট্র,
৩৯)৩১ জুলাই,২০২৩,আজগর আব্বাস শেখ, পালঘর, মহারাস্ট্র,
৪০)৩১ জুলাই,২০২৩, আব্দুল কাদের ভাই,পানামের
৪১) ———— খালিদ আনসারি, চান্দৌলি জেলায়৷
৪২)৩১ জুলাই,২০২৩,মহাম্মদ হুসেন,পালঘর, মহারাস্ট্র,
৪৩)৩ এপ্রিল,২০২৫, জাহানুর হক, কোচবিহার,পশ্চিম বঙ্গ
৪৫)২৫,এপ্রিল,২০২৫, মহাম্মদ হাবিবুল্লাহ, গুজরাট
৪৬)১১ই মে,২০২৫, জাকির কুরেশি, ছাপড়া, বিহার (আশঙ্ক জনক অবস্থায় তার বন্ধু নেহাল৷
৪৭)৫ই ডিসেম্বর ২০২৫, মহাম্মদ আথার হোসেন, নওদা, বিহার,

➡️ এই দেশে এরকম ১৯০+ মব লিঞ্চিং হয়েছে গেরুয়া জঙ্গী রাম বাহিনীদের দ্বারা। আজ যারা শুধুমাত্র বাংলাদেশ নিয়ে কেঁদে ভাসাচ্ছেন তারা খোঁজ নিয়ে দেখুন তো এদের বেলায় বিচার চেয়েছিলেন কি না?
আর ভারতীয় আইন এদের বিচার দিয়েছে কি না?

বাংলাদেশকে ছবক দিতে এসে নিজেদেরকে আগে শুধরান,,

এবার আপনারাই বলুন ” কৌন সাচ্ছা, কৌন ঝুট””।।

You cannot copy content of this page