ভাঙ্গুড়ায় ইয়াবাসহ এক মাদক কারবারী পুলিশের খাঁচায় বন্দী 


আজকের পেপার প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৬, ১২:৪৩ PM /
ভাঙ্গুড়ায় ইয়াবাসহ এক মাদক কারবারী পুলিশের খাঁচায় বন্দী 

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের চেকপোস্ট অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ভাঙ্গুড়া থানা সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) ভাঙ্গুড়া থানার এসআই মোঃ আল আমিন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার দিয়ারপাড়া রেলগেট এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে মোঃ ডাবলু হোসেন (৪৫) নামে এক ব্যক্তি কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৩৫ পিস নেশা জাতীয় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ডাবলু হোসেন ভাঙ্গুড়া উপজেলার দিয়ার পাড়া গ্রামের বাসিন্দা এবং তিনি মোঃ আব্দুল গফুরের ছেলে।
এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। ভাঙ্গুড়ায় কোন মাদক কারবারির ঠাঁই হবে না। পরিচয় যাই হোক, আইনের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।

মাদক নির্মূলে পুলিশ আপসহীনভাবে কাজ করছে এবং এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

You cannot copy content of this page