
মোঃ জিয়াউর রহমান, বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
সোমবার ( ৬ই জানুয়ারি ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বিশেষ টহলদল, বেনাপোল ও শাহজাদপুর বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, শাড়ী, শাল চাদর, কম্বল, বিভিন্ন প্রকার ঔষধ, চকলেট, এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৫,৩৯,৭০০/- (পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার সাতশত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :