
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ই জানুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে ডিবি পুলিশ জানতে পারে, ৩ ব্যক্তি গাঁজা বহন করে পঞ্চনগর এক্সপ্রেস ট্রেনে করে শান্তাহার স্টেশনে নেমে নওগাঁ সদর থানাধীন নতুন শাহাপুর ঢাকা মোড় এলাকায় অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিকালে শরিফ মিয়া (২৫), পিতা- শহিদ মিয়া, সাং- পতইর, থানা- নাসিরনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া এর হাতে থাকা একটি স্কুল ব্যাগ থেকে স্কচটেপ মোড়ানো দুটি পোটলায় ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
এছাড়া একরামুল হোসেন রাসেল (৩০), পিতা- হারুনুর রশীদ, সাং- হরিপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া—এর ব্যাগ তল্লাশি করে স্কচটেপ মোড়ানো দুটি পোটলায় ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের সহযোগী শরিফ উদ্দিন (৩০), পিতা- শফিকুর রহমান, থানা- আশুগঞ্জ, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকেও গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার পরিমাণ সর্বমোট ৮ কেজি। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ আরও জানায়, জেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :