
তেজগাঁও কলেজে প্রতিনিধি:
রাজধানীর ব্যস্ততম এলাকা পান্থপথে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির। বুধবার ৭ই জানুয়ারি রাত পৌনে ৯টার দিকে গ্রিনরোড এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিহত আজিজুর রহমান মুসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত মুসাব্বিরকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। তাকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছোঁড়া হয়। গুলির শব্দে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ বিআরবি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সব ধরণের চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
এই হত্যাকাণ্ডের বিষয়ে তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশ আলামত সংগ্রহ শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত করতে কাজ করছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আজিজুর রহমান মুসাব্বিরের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। হাসপাতালের সামনে জড়ো হন তাঁর দলীয় নেতাকর্মী ও স্বজনরা। শেষ খবর পাওয়া পর্যন্ত, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :