শিমুলিয়ায় শীতার্তদের পাশে জামায়াতে ইসলামী


আজকের পেপার প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৬, ৬:১১ PM /
শিমুলিয়ায় শীতার্তদের পাশে জামায়াতে ইসলামী

বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ

নুর আলম সিদ্দিকী মানু :

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের লালারটেক ও কালিকাপুর গ্রামের গরীব, দুঃখী ও অসহায় শীতার্ত মানুষের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ই জানুয়ারি) রাতে তীব্র শীতের মধ্যে জামায়াতে ইসলামীর শিমুলিয়া ইউনিয়ন আমিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সরাসরি শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে কম্বল তুলে দেন। মানবিক এই কার্যক্রমটি পরিচালনা করেন মনিরুজ্জামান মনির।

এসময় উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মোখরেজুল হোসাইন মুকুল, জামায়াত মনোনীত শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজকর্মী জামায়াত নেতা মনিরুজ্জামান মনিরসহ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, সমাজের গরীব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো জামায়াতে ইসলামীর নৈতিক ও মানবিক দায়িত্ব। শীত মৌসুমে যারা সবচেয়ে বেশি কষ্টে থাকেন, তাদের জন্য এই ধরনের মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 

স্থানীয় এলাকাবাসী জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, কনকনে শীতের রাতে বাড়িতে এসে কম্বল পৌঁছে দেওয়ায় শীতার্ত মানুষেরা প্রকৃত অর্থেই উপকৃত হয়েছেন।

You cannot copy content of this page