
পাবনা প্রতিনিধি:
ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং বিপথগামীদের সংশোধনের সুযোগ দিয়ে একটি শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন জনাব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
রবিবার (১১ জানুয়ারি) রাত ৮টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে পাবনা জেলা ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক অ্যাসোসিয়েশন এবং পজেশন হোল্ডার ও দোকান মালিক সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি। তাদের নিরাপত্তা ও ন্যায্য স্বার্থ সুরক্ষিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, ব্যবসা সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হবে। এতে একদিকে বেকারত্ব হ্রাস পাবে, অন্যদিকে সমাজে স্থিতিশীলতা ও শৃঙ্খলা ফিরে আসবে।

নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে ব্যবসা ও শিল্পখাতে প্রশাসনিক হয়রানি কমিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ব্যবসাবান্ধব ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে উৎপাদনমুখী কর্মকাণ্ডে যুক্ত করা হবে, যাতে তারা সমাজের বোঝা নয় বরং সম্পদে পরিণত হয়।
তিনি আরও বলেন, ইলেকট্রনিকস ও প্রযুক্তিনির্ভর ব্যবসা খাত আধুনিক বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি নিরাপদ, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়াই বিএনপির লক্ষ্য।
সভায় সংগঠনের সভাপতি মোঃ মফিজুর রহমান বাবলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জজ কোর্টের পিপি (নারী ও শিশু) অ্যাডভোকেট শাহীন, ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইলেকট্রনিকস ও কম্পিউটার ব্যবসায়ী মালিক সমিতির বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তব্যের শেষাংশে শিমুল বিশ্বাস বলেন, ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তারেক রহমানকে একবার সুযোগ দিলে দেশবাসী একটি ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন প্রত্যক্ষ করবে। একই সঙ্গে তিনি পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় মা ও নারীদের সম্মান ও যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :