
মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঢাকা–বরিশাল মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন দক্ষিণাঞ্চলের যাত্রীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, রাজৈরের টেকেরহাট এলাকা থেকে একটি কাভার্ডভ্যান বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।
পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা যান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। ফলে ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে বরিশাল বিভাগের ছয় জেলার হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ, মোস্তফাপুর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :