
ভারতীয় ‘র’ কিছুতেই মেনে নিতে পারছেনা কৃষ্ণ নন্দীর মতো একজন জনপ্রিয় ব্যক্তি “জামায়াতে ইসলামী” বাংলাদেশ থেকে সংসদ সদস্য প্রার্থী হওয়ায়। ভারতীয় ‘র’ এজেন্টদের মাথা নষ্ট, জামায়াতে ইসলামীকে হিন্দু বিরোধী ট্যাগ লাগিয়ে মব সৃষ্টি করতে গিয়ে বিপাকে পরেছে ‘র’, সারা দেশের অনেক হিন্দু এবার জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। আমাদের দেশীয় গুপ্ত ‘র’ এজেন্টদের সাথে ভারতের মনকষাকষি চলছে বলে ভারতীয় কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। জামায়াতে ইসলামী রীতিমত তাদের তুরুপের তাস কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়ে খেলে দিয়েছে। অনেকে ডঃ শফিকুর রহমান সহ জামায়াতে ইসলামীর নীতিনির্ধারকদের প্রশংসায় পঞ্চমুখ। কয়েকটি দলের নেতারা টেনশনে।
অপরদিকে ভারত এখন কি করবে ভেবে পাচ্ছেনা, মব, নেরেটিভ সব জলাঞ্জলী দিয়ে কি জামায়েতকে মেনে নেবে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ‘র’ এজেন্টদের মাথাব্যথা শুরু হচ্ছে।
তবেকি কৌশলগত দিক দিয়ে জামায়েত ইসলামী এগিয়ে গেছে।
ওদিকে জামায়েত ইসলামীর খুলনা-১ আসনের সংসদ সদস্য বাবু কৃষ্ণ নন্দীর নিরাপত্তা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সুশীল সমাজ সহ এলাকাবাসী।
– আলী আজগর সোনা
সিনিয়র প্রতিবেদক ও
কলামিস্ট।
ঢাকা- বাংলাদেশ।।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :