
পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে দু’জন কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তারা হলেন অষ্টমনিষা ইউনিয়নের সিংগাড়ী মোড়ে নির্বাচনী আচরণ বিধি লংঘন করার দায়ে আল আমিন (৪০)নামের এক জন সমর্থক কে ১০ হাজার ও ভেড়ামারায় নকল পন্য তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোঃ রকির হোসেন (৫০) নামের একজন কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) সন্ধ্যায় ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে জরিমানার আদেশ দিয়েছেন এবং এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
ভাঙ্গুড়া থানা পুলিশের এস আই আল আমিন এর নেতৃত্বে পুলিশ সদস্যরা মোবাইল কোর্টে সহযোগিতা করেন।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :