তেজগাঁও প্রেস ক্লাবের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৫, ৯:২৬ PM /
তেজগাঁও প্রেস ক্লাবের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুদীর্ঘ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ইলিয়াস মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ মাইন উদ্দিন রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা আনিসুল হক বাবু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা জাকির হোসেন মাঝি এবং ক্লাবের সহ-সভাপতি রাশেদ হোসেন স্বপন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন তেজগাঁও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শামীম।

সভায় বক্তারা প্রেসক্লাবের গত সাত বছরের অগ্রযাত্রা, গণমাধ্যম কর্মীদের কল্যাণে সংগঠনের ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন। একই সঙ্গে তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। দোয়া পরিচালনা করেন, হান্নানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ জাকারিয়া আহম্মেদ।

দোয়া মাহফিল শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উদযাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পলাশ খান ( ফাস্ট নিউজ), শাহিনুর রশিদ খান, মিলন শিকদার (দৈনিক বাঙালির কন্ঠ) আহমেদ রুহুল (নির্ভীক সংবাদ), মোছাঃ রাজিয়া আক্তার (সিনেকন্ঠ), আ খ ম আল-আমিন বাকী (তারা টিভি), দিনা করিম (দৈনিক আমাদের কন্ঠ), হিলালী হুজ্জাত মুহাইমুন মানি ( দৈনিক আমার দেশ), মোহাম্মদ বাবুল ইসলাম (দৈনিক ডেল্টা টাইমস), নার্গিস চৌধুরী (বাঙালির কন্ঠ), ফারিয়া তাবাসসুম সেতু (স্বদেশ খবর), মাসুদুর রহমান মিলু (বাংলাদেশ টুডে), আশিকুর রহমান, মামুনুর রশিদ জয় (নির্ভীক সংবাদ), মোহাম্মদ বাহার চৌধুরী (বাংলা ৫২ ডট কম), জহুরুল কবীর (মাসিক সম্প্রীতি) প্রমুখ গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

You cannot copy content of this page