
চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ
শীত আসে
সূর্য্য হাসে
লুকিয়ে মেঘের কোলে,
শিশির ঝরে,
ঘাসের পড়ে
যেন হাওয়ায় দোলে।
খেজুর গাছে
কলসি আছে
রস পড়ে টুপ করে,
পুলি পিঠা
বড্ড মিঠা
ধু্ম পড়ে যায় ঘরে।
শীতটা মানে
কষ্টটা প্রাণে
শরীরখানা কাঁপে,
সবাই তখন
ছোটে যখন
মিঠেল রোদের তাপে।
বড় বাজার, ভূতের গলি,
চুয়াডাঙ্গা-৭২০০
০১৮১৮-৩৪৩৯৩৬






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :