শ্রীমঙ্গলের রাজঘাটে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট মেগা ফাইনাল অনুষ্ঠিত


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৫, ৪:১৯ PM /
শ্রীমঙ্গলের রাজঘাটে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট মেগা ফাইনাল অনুষ্ঠিত

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৭ নম্বর রাজঘাট ইউনিয়নের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজঘাট মাঠে অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় হবিগঞ্জের সুরমা চা বাগানের বিশ্বনাথ তাঁতীর দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় রাজঘাট চা বাগানের লতিফ মেম্বারের দল।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নম্বর রাজঘাট ইউনিয়ন বিএনপি নেতা মো. হাসানুল হক দুলাে।

ইউনিয়ন বিএনপি’র নেতা সুমন তাঁতীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, যুবদল নেতা আজির উদ্দিন, যুবদল নেতা ও সাংবাদিক রুবেল আহমেদ, রাজঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কানাই লাল গোয়ালা, মনোরঞ্জন গোয়ালা, হেলাল উদ্দিন, রুবেল আহমেদ, রাজকুমার শীলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের হাতে ৫০ হাজার টাকা প্রাইজমানি, রানারআপ দলের হাতে ২৫ হাজার টাকা প্রাইজমানি এবং ট্রপি তুলে দেন।

You cannot copy content of this page