সাংবাদিক সজীব আকবর এর কবিতা “”সংসদ নির্বাচন-২০২৬””


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৫, ৮:৫৭ PM /
সাংবাদিক সজীব আকবর এর কবিতা “”সংসদ নির্বাচন-২০২৬””

দিন কতেক বাকি আছে ৩০০ সিটের ভোট,
বলছি কথা যদিও আমার লেপ্টে আছে ঠোঁট।

বুদ্ধিজীবী আঁকছে বসে নানান রকম ছক,
ঘুঘুর ফাঁদে আটকে কাঁদে চড়ুই শালিক বক।

কেউ বলছেন উনি ভালো, কেউ বলছেন ইনি,
আমরা না-কি সবকটাকে-ই ভালো করে চিনি ??

চিনাচিনির নেই দরকার, থাকবে মাঠে ইসি
ডিআইজি, পুলিশ সুপার, ওসি এবং ডিসি।

১২/২ পার হয়ে যাক অন্য দিনের মতো
চাইনা দেশের সবুজ পটে লাগুক কোনো ক্ষত।

সবাই মিলে গড়বো সমাজ, “হাদি“র বাংলাদেশ
অগ্রীম তাই কৃতজ্ঞতা শুভেচ্ছা অশেষ।।।

 

……………………

#www.ajkerpaperbd.com#

সাংবাদিক সজীব আকবর
ঢাকা- বাংলাদেশ।
রচনাকাল: ২৯ শে ডিসেম্বর, ২০২৫ সোমবার।
সময়: রাত ২ টা ১১ মিনিট।।

+8801911677793

You cannot copy content of this page