
মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
শিক্ষার গুণগত মান নিশিতে লিখিত, মৌখিক ও ডেমো ক্লাসের মাধ্যমে শিক্ষক নিয়োগ করছে হোপ পাবলিক স্কুল এন্ড কলেজ।
শনিবার (৩ জানুয়ারি) সকালে নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে ক্যাম্পাসে লিখিত পরীক্ষার আয়োজন করা হয়।
পরীক্ষায় নারী ও পুরুষ মিলে মোট ৮০ জন পাঠদানে আগ্রহী শিক্ষক অংশ নেন। উত্তীর্ণরা এরপর মৌখিক পরীক্ষা পেরিয়ে ডেমো ক্লাস অংশ নেবেন। তিন ধাপে উত্তীর্ণ হবার পর মিলবে নিয়োগ তথা পাঠদানের অনুমতি।
হোপ পাবলিক স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন ঠাকুরগাঁও মহিলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ বদিওজ্জামান সরকার।
তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান নিশ্চিতে পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এতে করে আমরা সেরা শিক্ষক নিয়োগের পাশাপাশি শিক্ষার গুণগতমান শতভাগ নিশ্চিত করতে পারব।
হোপ পাবলিক স্কুল এন্ড কলেজর পরিচালক এফ কবির লিটন জানান, শুধু শিক্ষক নিয়োগে নয় শিক্ষার্থীদের পাঠদানেও ব্যতিক্রমধর্মী নানা উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমরা প্রত্যাশা করছি এলাকার শিক্ষার্থীদের শিক্ষার জন্য আর বাইরে যেতে হবে না। প্রতিষ্ঠানের সুনামে রংপুর-দিনাজপুর তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে থেকে শিক্ষার্থীরা পাবলিক স্কুল এন্ড কলেজে এসে ভর্তি হবে।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :