অর্গানিক জীবনধারায় সুস্থ আগামী গড়ছে “রিজিক অর্গানিক”


আজকের পেপার প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৬, ১:১৩ PM /
অর্গানিক জীবনধারায় সুস্থ আগামী গড়ছে “রিজিক অর্গানিক”

নুর আলম সিদ্দিকী মানু :

অর্গানিক জীবনধারা মানেই বিশুদ্ধতা ও সুস্থ ভবিষ্যৎ—এই দর্শনকে সামনে রেখে নির্ভরতার সঙ্গে এগিয়ে চলেছে রিজিক অর্গানিক। ভেজালমুক্ত, খাঁটি ও প্রাকৃতিক খাদ্যপণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

রিজিক অর্গানিক বিশ্বাস করে—সুস্থ সমাজ গড়তে হলে খাদ্যের বিশুদ্ধতা নিশ্চিত করাই প্রথম শর্ত। সেই লক্ষ্যে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত ও নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদিত অর্গানিক পণ্য সরবরাহ করে আসছে।
রিজিক অর্গানিকের পণ্যসমূহ
রিজিক অর্গানিক বর্তমানে নানাবিধ মানসম্মত ও প্রাকৃতিক খাদ্যপণ্য বাজারজাত করছে। এর মধ্যে উল্লেখযোগ্য—রাজশাহীর বিখ্যাত খেজুরের গুড়
নিজস্ব উৎপাদিত খাঁটি ঘি
কাঠের খানি ভাঙা সরিষার তেল
এক্সট্রা ভার্জিন নারিকেল তেল
জয়তুন তেল
কালোজিরা তেল
তিলের তেল
আখের লাল চিনি ও গুড়
লাল চাল ও লাল আটা
চিয়াসিড ও সিডমিক্স
বিটরুট পাউডার
মরিঙ্গা পাউডার
হলুদ, মরিচ, ধনিয়া ও জিরা গুড়া
পিনাট বাটার ও চকোলেট বাটার
হানি নাটস
এছাড়াও রিজিক অর্গানিকে পাওয়া যায় সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু, খুদি মৌমাছির মধু, লিচু ফুলের মধুসহ মোট ১৯ প্রকারের খাঁটি মধু, যা ভোক্তাদের মধ্যে ব্যাপক আস্থা তৈরি করেছে।
বিশ্বাসই রিজিকের মূলধন
রিজিক অর্গানিকের মূল শক্তি হলো গ্রাহকের বিশ্বাস। প্রতিটি পণ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও সরবরাহে সর্বোচ্চ সততা ও মান নিয়ন্ত্রণ বজায় রাখা হয়।
প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও সিইও মাহদী বিন শাহজাহান জানান,“মানুষের সুস্থতার কথা চিন্তা করেই আমরা ভেজালমুক্ত ও বিশুদ্ধ পণ্য সরবরাহে অঙ্গীকারবদ্ধ। গ্রাহকের বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় অর্জন।”
এছাড়াও মুফতি মাহদী হাসান, ফাউন্ডার, রিজিক অর্গানিক—প্রতিষ্ঠানটির নৈতিকতা, সততা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিকে আরও সুদৃঢ় করে তুলেছেন।

ভেজালমুক্ত খাদ্যের এই সময়ে রিজিক অর্গানিক হয়ে উঠছে সচেতন মানুষের আস্থার ঠিকানা। অর্গানিক পণ্যের মাধ্যমে সুস্থ জীবনধারা গড়ে তুলতে রিজিক অর্গানিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে—আজ, আগামীর জন্য।

You cannot copy content of this page