
ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জানাউড়া সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১১ই জানুয়ারি) রাত ৯ টায় জানাউড়ায় বাজার সংলগ্ন মাঠে অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মো. শাহাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আজির উদ্দিন, দৈনিক দিনকাল পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি রুবেল আহমেদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক দক্ষিণা বিশ্বাস, ছাত্রদল নেতা সেলিম আহমেদ, যুবদল নেতা হেলাল উদ্দিন কালা, ছাত্রদল শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক জালাল উদ্দীন, ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান তপু, ছাত্রদল নেতা জেরিন আহমদ, কালাম, ওয়াহিদ, নাজমুল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মো. শাহাব উদ্দিন বক্তব্যে বলেন, “সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থা ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি আমি ও আজির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংস্থাটি সামাজিক উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আজও সংস্থাটি সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে এবং সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের আয়োজন গ্রামীণ ক্রীড়ার বিকাশ, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এমনটাই প্রত্যাশা করছি।”






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :