এতো খরচ করে বিয়ে, পরে বিচ্ছেদ হয়ে গেলে, প্রশ্ন শুনেই চটেছিলেন ঐশ্বর্যা


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ৭:৩৬ PM /
এতো খরচ করে বিয়ে, পরে বিচ্ছেদ হয়ে গেলে, প্রশ্ন শুনেই চটেছিলেন ঐশ্বর্যা

আজকের পেপার বিনোদন ডেস্ক:

অভিষেকে সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন। পুরনো এক অনুষ্ঠানে বিয়ে ও বিবাহবিচ্ছেদ নিয়ে তাঁর মতামত প্রকাশ করেছিলেন ঐশ্বর্যা।

ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের খবর প্রায়ই শোনা যায় বলিউডে। যদিও সে সব জল্পনায় একাধিক বার জল ঢেলেছেন তাঁরা। তবে অনেকেই বলেন, তাঁরা নাকি পারস্পরিক সমঝোতার জায়গায় এসেছেন। এমনিতে এই বিষয়ে মুখে কুলুপ আঁটলেও পুরনো এক অনুষ্ঠানে বিয়ে ও বিবাহবিচ্ছেদ নিয়ে তাঁর মতামত প্রকাশ করেছিলেন ঐশ্বর্যা।

২০০৯ সালে আমেরিকায় অপরা উইনফ্রের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐশ্বর্যা ও অভিষেক। তার দু’বছর আগেই সাতপাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। এই অনুষ্ঠানে তাঁদের বিয়ের বেশ কিছু মুহূর্ত তুলে ধরা হয়। এমন আড়ম্বরপূর্ণ বিয়ের ঝলক দেখে অবাক হয়েছিলেন সঞ্চালিকা। তাতেই অভিষেকের বিবরণ শুনে অপরা বলেন, “এত জাঁকজমক করে বিয়ে করার পরে বিবাহবিচ্ছেদ হলে তা নিশ্চয়ই দম্পতির জন্য খুব কঠিন হয়ে ওঠে?” সঞ্চালিকার এমন প্রশ্ন শুনে প্রায় গর্জে ওঠেন বচ্চনবধূ। ঐশ্বর্যা বলেন, “আমরা এই ধরনের ভাবনা মাথাতেই আসতে দিই না। বিয়ে মানেই পরস্পরের প্রতি সারা জীবনের প্রতিশ্রুতিবদ্ধতা। পরিবারের সঙ্গে থাকার মধ্যেই রয়েছে আনন্দ।’’

১লা নভেম্বর অভিনেত্রীর জন্মদিন। এমনিতেই অমিতাভ বচ্চন বা তাঁর ছেলে অভিষেক অন্য তারকাদের জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠান। কিন্তু নিজের বাড়ির বৌমার জন্মদিনে এখনও পর্যন্ত চুপ বচ্চনপরিবার।

You cannot copy content of this page