
মোঃ রাকিবুল হাসান, ক্যাম্পাস প্রতিনিধি:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন নির্ধারণকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্তৃক দেশব্যাপী সন্ত্রাস, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির তেজগাঁও কলেজ যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ১৩ ই নভেম্বর দিনভর প্রতিহত কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং দিনব্যাপী মাঠে থাকার ঘোষণা দিয়েছে।
বুধবার (১২ই নভেম্বর, ২০২৫) তেজগাঁও কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।
ঘটনাপ্রবাহ ও আওয়ামী লীগের নাশকতা
আজ ১৩ই নভেম্বর বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই মাসের গণঅভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের তারিখ নির্ধারণ করবে। এই ঘটনাকে কেন্দ্র করে গত দুদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে নাশকতা চালাচ্ছে। ঢাকার বিভিন্ন ঘনবসতি কোলাহল এলাকায় সন্ত্রাসী লীগবাহিনী কর্তৃক ককটেল বিস্ফোরণের সংবাদ শোনা গেছে। এই নৈরাজ্য ও আতঙ্ক সৃষ্টির প্রতিবাদে এবং ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো অরাজকতার জবাব দিতে তেজগাঁও কলেজ ছাত্রশিবির প্রস্তুত রয়েছে।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জানিয়েছেন, “নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ও অরাজকতার কোনো স্থান নেই, আর দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো প্রচেষ্টা ছাত্রসমাজ ও জনগণ প্রতিহত করবে।”
তেজগাঁও কলেজ ছাত্রশিবির সভাপতি নাজমুল হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী পশ্চিমের সেক্রেটারি মুহিব্বুল্লাহ হোসাইনি, মহানগর সাহিত্য সম্পাদক মোরশেদ আহমেদ তাফহীম, TCD থানা সভাপতি ইজাজ আহমেদ ইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।
মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় দেশের জনগণ নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :